ভর্তি তথ্য

ভর্তির নিয়মাবলী
আমাদের ওয়েব সাইট, পেসবুক পেইজ, মাদরাসায় সরাসরি যোগাযোগ করে ভর্তির আবেদন করা যাবে। প্রত্যেক ছাত্রকে অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হবে। পরীক্ষক শ্রেণি নির্ধারণ করবেন।
ভর্তিচ্ছু ছাত্রের জন্য জরুরি বিষয়
- ভর্তিচ্ছু ছাত্রের বয়স কমপক্ষে ৫ হতে হবে।
- ভর্তির সময় অবশ্যই জন্ম নিবন্ধন বা টিকা কার্ডের ফটোকপি আনতে হবে।
- শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।
- মাদরাসার নির্ধারিত ভর্তি ফরম পূরণ করে ভর্তি হতে হবে।
- ভর্তির সময় ভর্তি ফি, এক মাসের বেতন ও আবাসিক ফি জমা দিয়ে ভর্তি হতে হবে।
- বেতন ও আবাসন ফি ইংরেজি মাসের প্রথম ৭ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
- বেতন প্রদানের সময় বেতন কার্ড সাথে আনতে হবে এবং রশিদ বুঝে নিতে হবে।
- বার্ষিক পরীক্ষা কিংবা বোর্ড পরীক্ষায় ফেল হলে উপরের ক্লাসে ভর্তি হতে পারবে না।
- ভর্তির ব্যাপারে মুহতামিম সাহেবের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
ভর্তির সময় প্রদেয় ফি
আবাসিক
ভর্তি ফি : ৩৫০০ টাকা
আবাসন ফি, খাবার ও অন্যান্য খরচসহ মোট: ৪৫০০ টাকা
অনাবাসিক
ভর্তি ফি : ৩৫০০ টাকা
মাসিক বেতন: ২০০০ টাকা
ডে-কেয়ার
ভর্তি ফি : ৩৫০০ টাকা
মাসিক বেতন: ২০০০ টাকা
আবাসন ফি : ১০০০ টাকা
একবেলা খাবারসহ : ২০০০ টাকা
বিশেষ দ্রষ্টব্য
আলোচনা স্বাপেক্ষে গরিব-অস্বচ্ছল ও মেধাবী ছাত্রদের জন্য আংশিক খরচ কিংবা বিনা খরচে অধ্যয়ণ করার থাকবে বিশেষ সুবিধা। বিষয়টি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে নিশ্চিত করতে হবে।
আবাসিক ছাত্রদের জরুরি নিয়ম-কানুন
- প্রত্যেক ছাত্র প্রযোজনীয় আসবাব পত্র নিজ দায়িত্বে হেফাযত করবে।
- চুরি বা হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
- অনুমতি ছাড়া কেউ বাইরে যেতে পারবে না।
- মাদরাসার ইনতিজাম ফাঁকি দিয়ে কোনো ছাত্র পালিয়ে গেলে মাদরাসা কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এর দায়িত্ব ছাত্রী ও অভিভাবকে উপর বর্তাবে।
- মাদরাসার বাইরে কোনো ছাত্রের দূর্ঘটনায় পতিত হলে কিংবা মাদরাসার ভিতরে নিজের কারণে কোনো অঘটনের সম্মুখীন হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
- মাদরাসার নিয়মের বাইরে কোনো অপরাধ করলে কিংবা কোনো প্রকার আখলাকি সমস্যা পাওয়া গেলে মাদরাসা কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকবে। চাইলে কর্তৃপক্ষ উক্ত ছাত্রকে বহিষ্কারও করতে পারবেন।
- নিজের বেড ছেড়ে অন্য বেডে রাত্রি যাপন করা অমার্জনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
- কোনো ছাত্র কোনরূপ বিচার করতে পারবে না। সকল বিষয়ে সংশ্লিষ্ট উস্তাযকে অবহিত করবে।
- অনুমতি ছাড়া কারো জিনিস ব্যবহার করা যাবে না।
- নির্ধারিত সময় নিজের খাবার উঠাতে এবং খেতে বাধ্য থাকবে। মাদরাসায় ব্যক্তিগত কোনো রান্না করা যাবে না।
- অন্য ছাত্রের মাধ্যমে কিংবা নিজ অভিভাবক ছাড়া অন্য কারো মাধ্যমে কোনো জিনিস কেনাতে পারবে না।
- কোনো ছাত্রের কাছে কোনো সিম কার্ড, মেমোরী কার্ড, মোবাইল ফোন, ল্যাপটপসহ যেকোনো ধরণের ইলেকট্রিক ডিভাইস পাওয়া গেলে উক্ত ছাত্রী বহিষ্কৃত হিসেবে বিবেচিত হবে।
- মাদরাসা থেকে চলে গেলে এক মাসের মধ্যে মাদরাসার সকল লেনদেন পরিশোধ করে বেডিং-পত্র নিয়ে চলে যেতে হবে। বিলম্বের কারণে বেডিং-পত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে মাদরাসা দায়ী থাকবে না।
ছুটির নিয়ম
- ছাত্রকে অভিভাবকগণ নিজ দায়িত্বে মাদরাসায় পৌছে দেবেন এবং ছুটিতে নিয়ে যাবেন।
- মাদরাসা ১ম সাময়ীক, ২য় সাময়ীক, বার্ষিক ও বেফাক পরীক্ষার পর এবং দু’ঈদে ছুটি থাকবে।
- প্রত্যেক ছাত্র দুসপ্তাহ পর পর বাড়ি যেতে পারবে। নির্ধারিত দিনে অবশ্যই ক্লাসের আগে উপস্থিত থাকতে হবে।
- ছুটি নেওয়ার সময় অবশ্যই দরখাস্ত লিখে মুহতামিম সাহেবের অনুমোদন নিতে হবে।
- অনুমোদিত অভিভাবক ছাড়া কোনো ছাত্র বাড়ি যাবার অনুমতি পাবে না।
- একান্ত অসুস্থতা ছাড়া বিশেষ ছুটির আবেদন করা যাবে না।
- পারিবারিক বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠান মাদরাসার ছুটির সাথে মিলিয়ে অভিভাবকগণ নির্ধারণ করবেন। অসময়ে নির্ধারণ করে ইলম হাসিলে বাধা সৃষ্টি করবেন না।
